প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৬:৪৫
অন্তর্বর্তী সরকারের নানা সীমাবদ্ধতা থাকলেও তাদের সদিচ্ছাকে বড় করে দেখার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যেহেতু সংকট উত্তরণ ও গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টা করছে, তাই তাদের সদিচ্ছাকে কেন্দ্র করেই আমরা এগোতে চাই। ভুল-ত্রুটি হতেই পারে, কিন্তু সদিচ্ছার প্রশ্নে তারা আন্তরিক বলে আমরা বিশ্বাস করি।
উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, এই দুর্ঘটনায় অনেক কচি প্রাণ ঝরে গেছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন এবং গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, দুর্ঘটনার পর তৈরি হওয়া পরিস্থিতিতে স্কুলে দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করা এবং সচিবালয়ে ছাত্রদের প্রবেশ প্রশাসনিক জটিলতা সৃষ্টি করেছে।
তিনি বলেন, সংকটের সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময় একটি ইতিবাচক উদ্যোগ। তিনি আমাদের আমন্ত্রণ জানিয়েছেন এবং আমরা সেখানে গিয়েছি। ফখরুল বলেন, আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে, গণতন্ত্রকে শক্তিশালী করতে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনে সহযোগিতা করবো। তবে এই ধরনের আলোচনার পরিধি আরও বাড়ানো এবং ঘন ঘন হওয়া উচিত বলে মনে করি।
সম্প্রতি কিছু বিশৃঙ্খলা পরিস্থিতিকে ঘিরে নির্বাচন বানচালের আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, সরকারের কিছু অভিজ্ঞতার ঘাটতি রয়েছে, কিছু অনভিজ্ঞ লোক প্রশাসনে দায়িত্বে আছেন বলেই এ ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে।
তিনি দাবি করেন, ফ্যাসিস্ট শক্তিগুলো এ ধরনের সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছে। তবে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে এসব ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।
সাক্ষাৎ শেষে তিনি বলেন, সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা কাজ করছি। সংকট নিরসনে আমাদের অবস্থান স্পষ্ট এবং আমরা গণতন্ত্রের পথে থেকে সামনে এগিয়ে যেতে চাই।