প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৫:২২
দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে দেশে গণহত্যা চালানোর অভিযোগ তুলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা মানবজাতির এক কলঙ্ক। শুধু জুলাই মাসের গণঅভ্যুত্থানেই নয়, গত পনেরো বছর ধরে বাংলাদেশে যেভাবে মানুষ হত্যা, নিপীড়ন ও নির্যাতন চালানো হয়েছে, তা ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে রয়ে যাবে। এসব ঘটনার দায় থেকে শেখ হাসিনাকে কখনো মুক্ত করা সম্ভব নয়।
বিএনপি মহাসচিব আরও বলেন, গণঅভ্যুত্থানে শহিদ হওয়া প্রতিটি নাগরিক আমাদের বিবেককে নাড়া দেয়। যারা শহিদ হয়েছেন, তাদের জন্য কিছু করতে না পারলে জাতি আমাদের কখনো ক্ষমা করবে না। শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এই ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না।
তিনি বলেন, বিএনপি চায় একটি রেইনবো নেশন গড়ে তুলতে, যেখানে মতের ভিন্নতা থাকবে কিন্তু একতাবদ্ধ জাতি হিসেবে সকলেই শান্তি ও গণতন্ত্রের পথে চলবে। এই পরিবর্তন একদিন বাস্তবায়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার থাকলেও রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠার জন্য একটি সুষ্ঠু নির্বাচন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন ফখরুল। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী।
এই সময়ে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিচল থাকার আহ্বান জানান তিনি। ফখরুল বলেন, সত্য ও ন্যায়ের পথে জনগণের সঙ্গে থেকে আমাদের এগিয়ে যেতে হবে, তবেই শহিদদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তাও ছড়িয়ে দিতে চায় বিএনপি। ফখরুল বলেন, একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা বিএনপির রাজনৈতিক অঙ্গীকারের অংশ। এ লক্ষ্যে দেশব্যাপী পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপিই একমাত্র বিকল্প। এজন্য দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এক নতুন সূর্যোদয়ের দিকে এগিয়ে যেতে হবে।