২১৭ সদস্যর আহ্বায়ক কমিটি নিয়ে এনসিপির রাজনৈতিক পথচলা শুরু

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: রবিবার ২রা মার্চ ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ন
২১৭ সদস্যর আহ্বায়ক কমিটি নিয়ে এনসিপির রাজনৈতিক পথচলা শুরু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ২ মার্চ, রোববার ভোররাতে দলের সদস্যসচিব আখতার হোসেন একটি বার্তায় এই কমিটি ঘোষণা করেন। পার্টি সূত্রে জানা গেছে, এই কমিটি ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে “জাতীয় নাগরিক পার্টি” নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘোষণা করার পরই গঠিত হয়।


২০২৪ সালে বাংলাদেশের ছাত্র-জনতার অভূতপূর্ব রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর, দেশের নাগরিকরা একটি ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছে, তবে শহীদ মিনারে ঘোষিত অভ্যুত্থানের এক দফা তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখনও বাস্তবায়িত হয়নি। ঐতিহাসিক মুক্তিযুদ্ধ, পাকিস্তান আন্দোলন এবং স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের জনগণ একাধিকবার দমন-পীড়নের শিকার হয়েছে। এরপর ১৯৭২ সালের মুজিববাদী সংবিধান বাংলাদেশের রাষ্ট্রকাঠামোতে অগণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার পথ করে দিয়েছে, যার ফলস্বরূপ দীর্ঘ সময় ধরে বাকশাল, স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদের শিকার হতে হয়েছে।


এমন পরিস্থিতিতে, বাংলাদেশের নাগরিকরা ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেতে এবং তাদের মুক্তির আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে “জাতীয় নাগরিক পার্টি” নামে একটি নতুন রাজনৈতিক দলের জন্ম দিয়েছে। দলের সদস্যসচিব আখতার হোসেন জানান, এই কমিটি আগামী এক বছরের মধ্যে দলটির গঠনতন্ত্র, ইশতেহার এবং কর্মসূচি বাস্তবায়ন করবে।


২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণার সময় দলের আহ্বায়ক হিসেবে মিম আক্তারের নাম ঘোষণা করা হয়, যিনি জুলাইয়ের অভ্যুত্থানে অন্যতম বীর যোদ্ধা শহীদ ইসমাঈলের বোন। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে থাকবেন নাহিদ ইসলাম এবং আখতার হোসেন। আহ্বায়ক কমিটি দলের কর্মসূচি বাস্তবায়ন ও সাংগঠনিক বিস্তার কার্যক্রম পরিচালনার পাশাপাশি জাতীয় স্বার্থে কার্যকর ভূমিকা রাখবে।


অন্যদিকে, আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা, যাদের মধ্যে সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে ডা. তাসনিম জারা, নাহিদা সারওয়ার নিভা, এবং যুগ্ম সদস্যসচিব হিসেবে আব্দুল্লাহ আল আমিন, মো. রশিদুল ইসলাম (রিফাত রশিদ), মো. মাহিন সরকার, মো. নিজাম উদ্দিন সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।


দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল এবং অন্যান্য এলাকার জন্যও বিভিন্ন মুখ্য সংগঠক এবং যুগ্ম মুখ্য সংগঠক নির্বাচন করা হয়েছে। দলের কার্যক্রম একযোগভাবে পরিচালনার জন্য সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এবং যুগ্ম সমন্বয়করা দায়িত্ব পালন করবেন। এসব পদে যারা নিযুক্ত হয়েছেন, তারা দলের লক্ষ্য পূরণে সক্রিয় ভূমিকা পালন করবেন।


এনসিপি সদস্যরা এই দলটির লক্ষ্য হিসেবে একটি সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক এবং জনগণের কল্যাণমুখী রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠার মাধ্যমে দেশের রাজনীতিতে পরিবর্তন আনতে চায়। দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্য-বিরোধী আন্দোলনের মাধ্যমে দলটি আগামী দিনের রাজনীতিতে শক্তিশালী অবস্থান নিতে সচেষ্ট।