ঐক্যবদ্ধ থাকলে বিএনপিকে পরাজিত করা যাবে না: হাবিব উন নবী সোহেল

নিজস্ব প্রতিবেদক
শাওন মোল্লা , জেলা প্রতিনিধি- জামালপুর
প্রকাশিত: সোমবার ১৭ই ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৩৮ অপরাহ্ন
ঐক্যবদ্ধ থাকলে বিএনপিকে পরাজিত করা যাবে না: হাবিব উন নবী সোহেল

বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ ছাড়াও আরও একটি দল বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। তিনি তাদেরকে এই ধরনের কার্যকলাপ থেকে সরে এসে ভালো হওয়ার পরামর্শ দিয়েছেন।


সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


সোহেল বলেন, “আন্দোলনের স্বার্থে সংগঠনের নাম ব্যবহার না হলেও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের সক্রিয় অংশগ্রহণ ছিল।” তিনি বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “একতা বজায় থাকলে পৃথিবীর কোনো শক্তি আমাদের পরাজিত করতে পারবে না।”


তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন। সোহেল বলেন, “যারা এক কোটি তরুণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে, এদেশের ভোট ব্যবস্থাকে ধ্বংস করেছে, তাদের ভোটের অধিকার নেই।”


তিনি শেখ হাসিনাকে ইতিহাসের স্বৈরশাসকদের সঙ্গে তুলনা করে বলেন, “সবশেষ ইয়াহিয়া খানের সাথে শেখ হাসিনার কোনো পার্থক্য নেই।”


সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দসহ দলীয় নেতারা।