খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা তাঁর স্বামী রেভিলিয়াম রোয়াজার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পারিবারিক কলহ ও নির্যাতনের অভিযোগে তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে জানা গেছে।
রবিবার (২০ এপ্রিল) খাগড়াছড়ি সদর মডেল থানায় এই জিডি দায়ের করা হয়। জিডিতে জিরুনা ত্রিপুরা উল্লেখ করেন, ১৫ বছর আগে তাদের বিয়ে হয় এবং বর্তমানে তাদের একটি পুত্র সন্তান রয়েছে যার নাম কাহাম।
জিডিতে তিনি অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে তার স্বামী তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। বিশেষ করে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই এই নির্যাতন আরও বেড়ে যায়।
জিরুনা ত্রিপুরার দাবি, তার স্বামী অফিসের কার্যক্রমসহ নানা বিষয়ে অহেতুক ঝগড়া বাধান এবং গালমন্দ করেন। কখনও কখনও হত্যার হুমকিও দেন। এমনকি তিনি বলেন, স্ত্রীকে হত্যা করতে না পারলে নিজেই আত্মহত্যা করে ফাঁসানোর চেষ্টা করবেন।
এই পরিস্থিতিতে নিরাপত্তাহীনতা অনুভব করায় জিরুনা থানায় সাধারণ ডায়েরি করার সিদ্ধান্ত নেন। এতে তিনি স্বামী থেকে সম্ভাব্য ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে রেভিলিয়াম রোয়াজার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি, ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা থানায় এসে জিডি করেছেন এবং তা গ্রহণ করা হয়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে পার্বত্য অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। জেলা পরিষদের একজন শীর্ষ পদাধিকারীর ব্যক্তিজীবনে এমন অভিযোগ প্রশাসনিক ও সামাজিকভাবে নজর কাড়ছে।