প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৭:৩১
মুন্সীগঞ্জের মুন্সীগঞ্জ-মুন্সীরহাট সড়কের পাঁচঘড়িয়া কান্দি নতুন ব্রিজের ঢালে অটোরিকশা ছিনতাইয়ের সময় যুবদল কর্মী বাবু মিজি (৩৬) গ্রেপ্তার হয়েছে। পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ১টার দিকে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। বাবু মিজি সদর উপজেলার যুবদলের সদস্য এবং চরকেওয়ার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনির মিজির ছেলে বলে নিশ্চিত করেছেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির।