ছাত্রশিবিরের নেতৃত্বে জাহিদুল, সাদ্দামের যুগ শুরু

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার ৩১শে ডিসেম্বর ২০২৪ ০৫:২৭ অপরাহ্ন
ছাত্রশিবিরের নেতৃত্বে জাহিদুল, সাদ্দামের যুগ শুরু

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের জন্য নতুন সভাপতি হিসেবে জাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সদস্য সম্মেলনে ভোটের মাধ্যমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়।


শিবিরের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সভাপতি সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। এবার সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম।


সকাল ৮টায় শুরু হওয়া এই সম্মেলনের উদ্বোধন করেন বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ওসমানের পিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


জানা গেছে, নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম এর আগে দলটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, সাহিত্য সম্পাদক, প্রকাশনা সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক, বিতর্ক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতির দায়িত্ব পালন করেছেন।


জাহিদুল ইসলাম শিক্ষাগত জীবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম) বিষয়ে এমবিএ করছেন।


সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনকে কেন্দ্র করে শিবির সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শিবিরের সদস্যরা নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।


সম্মেলনের প্রধান অতিথি ডা. শফিকুর রহমান বলেন, “ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব দেশের উন্নয়ন ও বৈষম্যবিরোধী কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এই সংগঠনের প্রত্যেক সদস্যের নৈতিক দায়িত্ব হচ্ছে আদর্শ ও শৃঙ্খলা মেনে কাজ করা।”