প্রকাশ: ২০ মে ২০২৫, ১৯:৪
কোনো ট্যাগ পাওয়া যায়নি
জামালপুর শহরের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে জামালপুর -দেওয়ানগঞ্জ- সরিষাবাড়ী রোডের রেলপথ। তবে এখনো স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল।
মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হওয়াই শহরের গেইটপার এলাকা ডুবে আছে রেল পথ সহ সেখানকার রাস্তাঘাট । স্থানীয়রা জানায়, শহরের ড্রেনেজ ব্যবস্থা নাজুক হওয়ায় একটু ভারী বৃষ্টি হলেই গেইট পারের রাস্তাঘাট ও রেলপথে পানি জমে যায়। গেইটপার এলাকাটি নিম্নাঞ্চলে হওয়ায় বৃষ্টির পানি সহজে নিষ্কাশন হতে পারে না। ফলে এলাকাটি দ্রুত পানিতে তলিয়ে যায়। পানি নিরসনে দ্রুত সমাধান চেয়ে স্থানীয়রা।তবে পৌর কর্তৃপক্ষ বলছে সেখানে ড্রেনের ব্যবস্থা রয়েছে তবে ভারি বৃষ্টিপাতের জন্য পানি অতিদ্রুত নিষ্কাশন হতে পারে নি । বৃষ্টি কমে গেলে পানি এমনিতেই কমে যাবে ।
স্থানীয়রা বাসিন্দা অন্তর বলছেন প্রতি বছর এই সমস্যার মুখোমুখি হচ্ছি আমরা। একটু ভারি বৃষ্টি হলেই পানি উঠে যায় রাস্তায়, রেললাইনের উপরে দিয়ে পানি চলে যায়। অথচ পৌর কর্তৃপক্ষ এখনো কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি।
লিচু দোকানদার মো. হিমেল বলেন, সামান্য বৃষ্টি হলেই সেদিন আর দোকান খুলতে পারি না । বিক্রি-বাট্টা সব বন্ধ। শুধু আমার না, আশেপাশের সব দোকানি সমস্যায় পড়েছে। এই রকম থাকলে ব্যবসা চালানোই কষ্টকর হয়ে যাবে। পৌরসভা শুধু আশ্বাস দেয়, কিন্তু কাজের বেলায় কিছুই হয় না।