প্রকাশ: ২০ মে ২০২৫, ১৯:২৫
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর মধ্যপাড়ায় মশার কয়েল থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে দরিদ্র কৃষক আঃ গফুরের গোয়ালঘরসহ তিনটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে গরু ছাড়াও বসতঘরের আসবাবপত্র, জামাকাপড়সহ প্রায় সাত লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।