প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ০:৫২
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহানসহ ১৫ নেতার বিরুদ্ধে আদালতের রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
মঙ্গলবার (১০ অক্টোবর) নোবিপ্রবি ছাত্রদলের সদস্যসচিব শাহারাজ উদ্দিন জিহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ,বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, বিএনপির সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম এবং সহগ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদসহ ১৫ জনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলায় ৪ বছর করে ফরমায়েশী সাজা দেয়ার ঘটনায় নোবিপ্রবি ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিবৃতিতে নোবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব বলেন,‘ ক্ষমতাসীন দল বেপরোয়া হয়ে রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিজেদের করায়ত্ত্ব করে ফেলেছে প্রায়। শুধুমাত্র নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য আইন আদালত, প্রশাসনসহ সকল ক্ষেত্রে বেআইনী প্রভাব বিস্তারে মেতে উঠেছে সরকার। নির্বাচনকে সামনে রেখে অবৈধ আওয়ামী সরকার আবারও দেশব্যাপী গ্রেফতার ও আগের মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের সাজা দিয়ে ক্ষমতা আরো দীর্ঘায়িত করার স্বপ্ন দেখছে। বিরোধী দলকে নানাভাবে দমন অব্যাহত রেখেছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, বিএনপির সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম এবং সহগ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদসহ ১৫ জন নেতাকর্মীকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় ৪ বছর করে সাজা প্রদানের মধ্য দিয়ে তারই বহিঃপ্রকাশ ঘটলো ।
বিবৃতিতে আরো বলা হয়, আওয়ামী দুঃশাসন যতো নিন্দয়ই হোক দেশের স্বাধীনতাকামী সাহসী জনগণ এখন ঐক্যবদ্ধ, যেকোন ষড়যন্ত্র রুখে দিতে জনগণ দৃঢ় প্রতিজ্ঞ। গণতন্ত্র পূর্ণরুজ্জীবনের আন্দোলনে অংশগ্রহণরত বিএনপিসহ কোন নেতাকর্মীকে স্বৈরাচারের নির্দেশে সাজা প্রদান করে তাদের সংগ্রামী চেতনাকে স্তব্ধ করা যাবে না। বর্তমান অবৈধ সরকার জনবিচ্ছিন্ন এবং তাদের পতন খুবই সন্নিকটে।’
নোবিপ্রবি ছাত্রদলের পক্ষ থেকে বিবৃতিতে অবিলম্বে উল্লিখিত নেতৃবৃন্দের বিরুদ্ধে ঘোষিত সাজা বাতিল ও দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট মামলা প্রত্যাহারের জোর আহ্বান জানিয়েছেন তারা।