সংলাপ ইস্যুতে যা ভাবছেন ক্ষমতাসীন দলের নীতি নির্ধারকরা

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ৭ই জুলাই ২০২৩ ০৬:১৮ অপরাহ্ন
সংলাপ ইস্যুতে যা ভাবছেন ক্ষমতাসীন দলের নীতি নির্ধারকরা

কোনো বিদেশি শক্তির চাপ, কারও প্রস্তাব বা শর্তে সংলাপে বসবে না আওয়ামী লীগ। তবে সংলাপের প্রয়োজনীয়তা রয়েছে দাবি করে ক্ষমতাসীন দলের নীতি নির্ধারকরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে নয়, আলোচনা হতে পারে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে।


চলতি বছরের শেষ কিংবা আগামী বছরের শুরুতে হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনী পরিবেশ ও নির্বাচন ব্যবস্থা পর্যবেক্ষণে দেশে আসছে বিভিন্ন দেশের প্রতিনিধি দল। রাজনৈতিক দল, কূটনীতিক ও বিভিন্ন মহলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাদের।


শনিবার (৮ জুলাই) ১৫ দিনের সফরে নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণে আসছে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। ১১ জুলাই আসবেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন আন্ডার সেক্রেটারি।

 

এ অবস্থায় আলোচনায় আসছে আগামী জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়টি।

 

তবে সরকারি দল আওয়ামী লীগ বলছে, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো সংলাপ হবে না। আলোচনা হতে পারে সুষ্ঠু নির্বাচন করার উপায় নিয়ে। সংবিধানের বাইরে গিয়ে কোনো নির্বাচন হবে না বলেও জানান নেতারা। দলের নীতি নির্ধারকরা বলছেন, সংলাপের প্রয়োজনীয়তা থাকলেও কোনো বিদেশি শক্তির চাপে আলোচনার টেবিলে যাবে না আওয়ামী লীগ।

 

এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ গণমাধ্যমকে বলেন, সংবিধান সম্মতভাবেই যেকোনো রাজনৈতিক দল আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যদি কথা বলতে চায়, তবে আমার মনে হয় যে সে সুযোগ সৃষ্টি হতে পারে। অসাংবিধানিক কোনো পন্থায় নির্বাচন করার চিন্তাভাবনা নিয়ে কেউ যদি কথা বলতে চায়, তবে সেটা সম্ভব হবে না। সেটা যৌক্তিকও নয়। একটা কথা মনে রাখতে হবে, সংবিধান মেনেই আমাদের পথ চলতে হবে।

 

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, তাদের যে তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকারের দাবি, সেটা দেশে যেমন সমর্থন পায়নি, তেমন আন্তর্জাতিক অঙ্গনে তারা যাদের হাতে-পায়ে ধরে, তাদেরও কারও সমর্থন পায়নি।

 

সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, নির্বাচনের আগে সংলাপের দরজা উন্মুক্ত রয়েছে, তবে তা এখনই নয় বলেও মনে করেন আওয়ামী লীগ নেতারা।