সাত মাসের সাজা এড়াতে ১০ বছর পলাতক, শেষমেশ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারি ২০২৫ ০৩:০৫ অপরাহ্ন
সাত মাসের সাজা এড়াতে ১০ বছর পলাতক, শেষমেশ গ্রেফতার

ঝালকাঠির নলছিটিতে সাত মাসের সাজা এড়াতে এক ব্যক্তি টানা ১০ বছর পলাতক ছিলেন। তবে শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়লেন মুছা ওরফে বাদল হাওলাদার। সোমবার রাতে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বিহঙ্গল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নলছিটি থানার ওসি আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।  

থানার এএসআই কাওসার আহম্মেদ জানান, ২০১৪ সালে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালত বাদল হাওলাদারকে সাত মাসের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।  

দীর্ঘ এক দশক বাদল হাওলাদার গ্রামে এলেও গোপনে থাকতেন, যাতে পুলিশের নজরে না আসেন। তবে সম্প্রতি তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে পুলিশ বিশেষ অভিযান চালায় এবং তাকে গ্রেফতার করে।  

নলছিটি থানার ওসি জানান, গ্রেফতারের পর বাদল হাওলাদারকে মঙ্গলবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরে পালিয়ে থাকলেও শেষ পর্যন্ত তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।  

স্থানীয়দের মতে, বাদল হাওলাদার আত্মগোপনে থাকলেও বিভিন্ন সময় গ্রামে আসতেন। তবে সাবধানতার কারণে তিনি ধরা পড়েননি। কিন্তু পুলিশের নজরদারির কারণে শেষ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়।  

পুলিশ জানিয়েছে, সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে যেসব ব্যক্তি দীর্ঘদিন ধরে পলাতক, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।  

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বলছেন, এত বছর পরেও দণ্ডিত একজন ব্যক্তি আইনের মুখোমুখি হচ্ছেন, যা আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তার প্রমাণ। অন্যদিকে কেউ কেউ বলছেন, এতদিনেও তাকে গ্রেফতার করা না যাওয়া আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা।  

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, আদালতের আদেশ বাস্তবায়ন করতেই তারা সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। দণ্ডপ্রাপ্ত কেউই আইনের ঊর্ধ্বে নয়, তাই অভিযান অব্যাহত থাকবে।