মোকাব্বির খান আজ শুক্রবার গণফোরামের কাউন্সিলে অংশ নিয়েছেন। সকালে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে দলটির কাউন্সিল শুরু হয়েছে। গেলো ২ এপ্রিল গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিলেট-২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির খান সংসদ সদস্য হিসেবে শপথ নেন।
তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নেয়ায় গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছিলেন, মোকাব্বির খানের জন্য তার দরজা বন্ধ। তারপরও দলের কাউন্সিলে মোকাব্বির খান আজ উপস্থিত রয়েছেন হঠাৎ। আজ কাউন্সিলে কামাল হোসেনের তিন আসন পরই মঞ্চে বসেন মোকাব্বির খান।
মোকাব্বিরের ব্যাপারে সাংবাদিকেরা জানতে চাইলে গণফোরামের সাংগঠনিক সম্পাদক মোশতাক আহমেদ বলেন, তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি জবাব দিলে ব্যবস্থা নেওয়া হবে। সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিল শুরু হয়। ড. কামাল হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত রয়েছেন নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, রেজা কিবরিয়া, জগলুল হায়দার, আবু সাঈদসহ আরও অনেকে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।