সরকার বিএনপিকে ভয় পায় বলে নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছ বলে অভিযোগ করেছেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি মোঃ আমজাদ হোসেন। শনিবার বিকেলে উপজেলার কাজিপুর ইউনিয়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা কালে তিনি এ কথা বলেন।
ষড়যন্ত্র ও নোংরা রাজনীতি বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন,অনতিবিলম্বে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি করেন তিনি।
বাক স্বাধীনতা ও গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির সহ সকল শ্রেণী পেশার মানুষকে রাজপথে আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু, কাজিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মোল্লা, ইউনিয়ন বিএনপির সহসভাপতি শাহাবুদ্দিন শাহাব, ইউনিয়ন বিএনপির নেতা আজিজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের সহসভাপতি শান্ত আহমেদ বিশ্বাস, কাজিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলী কদর পলাশ সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাহেবনগর মোড় থেকে কাজীপুর ডিগ্রী কলেজ এলাকায় গিয়ে পদযাত্রা শেষ হয়। পদযাত্রা ঘিরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়ন পরে গাংনী থানা পুলিশ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।