প্লট চেয়ে করা আবেদনপত্র প্রত্যাহার করে নিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য রুমিন ফারহানা। মঙ্গলবার (২৭ আগস্ট) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বরাবর করা এক আবেদনে তিনি প্লট চেয়ে করা আবেদন প্রত্যাহার করে নেন।
আবেদনে তিনি লিখেছেন, বিএনপির তৃণমূলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে আমার আবেদনটি প্রত্যাহার করে নিচ্ছি।
এ বিষয়ে বিএনপির চেয়ারপাসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান বলেন, প্লটের আবেদন প্রত্যাহার করে নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত দিয়েছেন রুমিন ফারহানা। এরআগে, ৩ আগস্ট তিনি প্লট চেয়ে আবেদন করেছিলেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।