বাকশাল সমর্থন থেকে সরে এলো ভিপি নুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২রা সেপ্টেম্বর ২০১৯ ০৮:৫০ অপরাহ্ন
বাকশাল সমর্থন থেকে সরে এলো ভিপি নুর

যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশকে সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশাল করেছিলেন বলে যে মন্তব্য দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর।  পরে তা থেকে সরে এসেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে রোববার বিকেলে আয়োজিত এক আলোচনা সভায় নুরুল হক বাকশালকে সমর্থন দিয়ে মন্তব্য করেন।

এরপর রোববার রাত সাড়ে ১২টার দিকে ফেসবুক পেজে তিনি বাকশাল সমর্থন থেকে সরে আসার কথা জানান।  ডাকসু ভিপি ফেসবুকে লেখেন, 'আলোচনার প্রসঙ্গে অনেক কথারই বিশ্লেষণ হয়। বড় বড় মানুষও অনেক সময় ভুল করে। নৈতিকভাবে বাকশালকে কখনোই সমর্থন করিনা।'


তবে রোববার নিজের ভাষণে নুরুল হক নুর বলেন, যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে সুন্দরভাবে বিনির্মাণ করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। তিনি বুঝতে পেরেছিলেন, যুদ্ধের ডামাডোল মাত্র শেষ হয়েছে, মানুষের হাতে অস্ত্র আছে। সেই জায়গা থেকে কীভাবে সুশৃঙ্খল একটি রাষ্ট্র গড়ে তোলা যায়, সেই ভাবনা থেকে তিনি বাকশাল গঠন করতে চেয়েছিলেন।

ডাকসু ভিপি তখন আরো বলেন, ‘বাকশাল গঠনে যদি কোনো ভুল থেকে থাকে, আমার মনে হয় তখন যারা রাজনৈতিক অঙ্গনে নেতৃত্ব দিয়েছিলেন, বঙ্গবন্ধুর খুব কাছের ছিলেন, যারা তাকে মুজিব ভাই বলে সম্বোধন করতেন, তারা চাইলে আলোচনা-সমালোচনার মাধ্যমে আরও সম্পাদনা, বর্জন-পরিমার্জন করতে পারতেন। কিন্তু এর জন্য এমন একজন নেতাকে এমন নৃশংসভাবে হত্যা করা হবে, এটি আমাদের এবং ওই সময়ের রাজনীতিবিদদের জন্য একটি লজ্জার বিষয়।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব