প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৩, ২:৩২
ভিন্নধর্মী আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রলীগ। বিশেষ আয়োজন হিসেবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়েছে।
আজ বুধবার (৪ জানুয়ারি) বিকেল ৪ টায় বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোবিপ্রবি শান্তি নিকেতনে প্রদর্শনীর আয়োজন করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী জাহিদ হাসান শুভ। এতে সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত স্বাধীনতার সংগ্রাম সহ সকল আন্দোলন সংগ্রামে এই সংগঠনের ভূমিকা তুলে ধরা হয়। সন্ধ্যার পর একই স্থানে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন তিনি।
এর আগে শুভ তার অনুসারীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। শুরুতে পতাকা উত্তোলন শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি আনন্দ র্যালী করে নোবিপ্রবির বঙ্গবন্ধু ম্যূরালে পুষ্পস্তবক অর্পন করেন তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন নিয়ে জানতে চাইলে জাহিদ হাসান শুভ বলেন," বাঙালি জাতিসত্তার আত্মপ্রত্যয়ের স্পর্ধিত উচ্চারণ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া প্রিয় সংগঠন, পদ্মা-মেঘনা-যমুনা-ব্রহ্মপুত্র বিধৌত বাংলাদেশের কোটি তরুণের আস্থার প্রিয় ঠিকানা, গণতন্ত্রের মানসকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত 'স্মার্ট বাংলাদেশ' বিনির্মানের লক্ষ্যে স্মার্ট সিটিজেন গড়ার অবিকল্প প্ল্যাটফর্ম বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা।
দেশীয় ও বৈশ্বিক বাস্তবতায় দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২১-এর সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় সরকার এখন ২০৪১ সালের মধ্যে উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক অর্থনীতির স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে।
আমরা বাংলাদেশ ছাত্রলীগ, নোবিপ্রবি শাখার কর্মীরা দেশরত্নের "স্মার্ট বাংলাদেশ" বিনির্মাণের লক্ষ্যে শিক্ষার্থীবন্ধুদের একসাথে কাজ করার জন্য "স্মার্ট বাংলাদেশ" শীষর্ক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছি।
আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্মার্ট সিটিজেন হিসাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম কাতারে রাখতে বছর ব্যাপি বিভিন্ন কর্মশালা আয়োজনের উদ্যোগ নিয়েছি। তারাই সূচনা হিসাবে আমরা আজকে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করি।