জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির প্রতীকী অনশন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার ২রা এপ্রিল ২০২২ ০১:১৩ অপরাহ্ন
জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির প্রতীকী অনশন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতীকী অনশন চলছে। শনিবার (২ এপ্রিল) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ অনশন কর্মসূচি শুরু হয়। বিকেল ৩টা পর্যন্ত চলবে এ কর্মসূচি।


ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও উত্তর বিএনপি এ কর্মসূচির আয়োজন করেছে। উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এ প্রতীকী অনশনে সভাপতিত্ব করবেন।


এদিকে, সকাল ৮টা থেকেই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন।


বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে প্রতীকী এ অনশনে ব্যাপকভাবে নেতাকর্মীরা আসছেন।’


এ কর্মসূচিতে বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, পেশাজীবী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেবেন।