‘জনগণের নয়, বেড়েছে আ. লীগের নেতা-কর্মীদের আয়’

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার ২রা মার্চ ২০২২ ০৮:২২ অপরাহ্ন
‘জনগণের নয়, বেড়েছে আ. লীগের নেতা-কর্মীদের আয়’

দ্রব্যমূল্যের দাম কমানোর ক্ষমতা সরকারের নেই উল্লেখ করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাংসদ আবুল খায়ের ভূঁইয়া বলেন, সরকারের জবাবদিহিতা নেই। কারণ, তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তারা ভোট চাইতে জনগণের কাছে যায় না। আওয়ামী লীগ সরকার এখন জনগণ থেকে বিচ্ছিন্ন।


বুধবার (২ মার্চ) দুপুরে নীলফামারী জেলা বিএনপি আয়োজিত তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, জনগণের কোনো আয় বাড়েনি, সংসার চালাতে তাদের নাভিশ্বাস উঠেছে। আয় বেড়েছে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা আর লুটতরাজকারীদের।

 

এ সময় জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক আবু সুফিয়ান (দুলাল), স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয়  কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সওগাতুল ইসলাম সাগীর, জলবায়ুবিষয়ক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎসহ অন্য নেতরা বক্তৃতা করেন।