নওগাঁর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কাঁচাবাজার এলাকায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে, খুচরা চাল বাজার সমবায় সমিতি, মাছ বাজার, মাংশ বাজার, সবজি বাজার, মুদি বাজার,মুরগি বাজার, মুক্তির মোড় সাহেব বাজার, পৌর হকার মার্কেট, পার নওগাঁ কাঁচাবাজার, বালুডাঙ্গা কাঁচাবাজার, নওগাঁ বাজার কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতিসহ ১২টি সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক রেজাউল করিম সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি সবাইকে সাথে নিয়ে কাজ করে যেতে চাই। অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্তাভাজন উত্তরবঙ্গের শ্রেষ্ট সন্তান নওগাঁর গণমানুষের প্রিয় নেতা প্রয়াত জননেতা আব্দুল জলিল এর সুযোগ্য সন্তান ব্যরিস্টার নিজাম উদ্দিন জলিল জন এমপির প্রতি। আমার প্রতি আস্তা রেখেছেন বলেই আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছেন। এটা আমার জন্য অনেক বড় একটি প্রাপ্তি।
রেজাউল আরো বলেন, সবার প্রতি অনেক ভালাবাসা ও শ্রদ্ধা জানাচ্ছি আমাকে নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়। সেই সাথে সকলের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ নিয়ে আমার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে চাই।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি (শুক্রবার) দীর্ঘ সাত বছর পর নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে মাহবুবুল হক কমল ও সাধারণ সম্পাদক পদে রেজাউল করিমের নাম ঘোষণা করে আংশিক কমিটি গঠন করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।