মোংলায় দলীয় নির্দেশনা অমান্য করলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা!

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি-বাগেরহাট
প্রকাশিত: সোমবার ২৩শে আগস্ট ২০২১ ১১:৪৮ পূর্বাহ্ন
মোংলায় দলীয় নির্দেশনা অমান্য করলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা!

জাতীয় শোক দিবসের পোস্টারে দলীয় নির্দেশনা অমান্য করে নিজের ছবি ব্যবহার করার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগ মোংলা পৌর শাখার এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. নুর আলম বাচ্ছু। তিনি বর্তমানে যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


জানা গেছে,জাতীয় শোক দিবস উপলক্ষে শোক দিবসের পোস্টার ব্যানারে দলীয় নেতাদের ছবি না দিয়ে শুধুমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ছবি ব্যবহারের নির্দেশনা থাকলেও পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক মো. নুর আলম বাচ্ছু শোক দিবসের পোস্টারে নিজের ছবি ব্যবহার করেছেন।তার পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হন স্থানীয় নেতাকর্মীরা। বিষয়টি জানাজানি হলেও দলের নির্দেশনা অমান্যকারী নুর আলম বাচ্ছুর বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি।


এছাড়াও তার বিরুদ্ধে বিগত দিনেও  অসাংগঠনিক কাজের সাথে সংশ্লিষ্টতার বিভিন্ন অভিযোগ রয়েছে।এবিষয়ে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান তালুকদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে অনেকেই অভিযোগ করেছেন। নুর আলম বাচ্ছুর এমন কর্মকান্ডে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। যত দ্রুত সম্ভব সত্যতা যাচাই করে জেলা কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে তার  সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।