বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সদ্য সমাপ্ত ঢাকা সিটি নির্বাচনে ৫ শতাংশের বেশি ভোট পড়েনি। যে ফলাফল ঘোষণা করা হয়েছে তা একটা তামাশা। নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে ফলাফল বাতিলের দাবিতে আগামীকাল মঙ্গলবার রাজধানীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি।
এ সময় তার দুই পাশে দুই মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। ভোট কারচুপির তথ্য-উপাত্ত নিয়ে দুই মেয়রপ্রার্থী আগামীকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করবেন বলেও জানান মির্জা ফখরুল। গতকাল সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল সফল করেছে। আমরা এজন্য সবাইকে ধন্যবাদ জানাই। এই হরতাল শুধু সিটি নির্বাচনে কারচুপির প্রতিবাদে ছিল না। এটা ছিল মূলত গণতন্ত্র পুনরুদ্ধার এবং বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য।
তিনি বলেন, নির্বাচনের ওপর থেকে মানুষের আস্থা চলে যাওয়ায় ভোটার উপস্থিতি কম হয়েছে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ায় জনগণের কাছে জবাবদিহি করতে হবে কমিশনকে। মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালনের পর পরবর্তী সময়ে আবার কর্মসূচি জানানো হবে বলেও জানান মির্জা ফখরুল।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।