নয়াপল্টনে বিএনপি নেতাদের কালো ব্যাজ ধারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৩০শে ডিসেম্বর ২০১৯ ০৪:১৫ অপরাহ্ন
নয়াপল্টনে বিএনপি নেতাদের কালো ব্যাজ ধারণ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছিল বিএনপি। দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে অ্যাখ্যা দিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সমাবশে করার কথা ছিল বিএনপি নেতাদের। তবে পুলিশের অনুমতি না মেলায় সমাবেশ করতে পারছে না দলটি। তাই নয়াপল্টনসহ সারাদেশে বিএনপি নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করছে।

নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদসহ নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ করতে দেখা যায়।

অপরদিকে পূর্বঘোষিত সমাবেশে পুলিশ বাধা দেয়ায় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি।বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।

ইনিউজ ৭১/এম.আর