কুসংষ্কার-গণধর্ষণ-শিশু হত্যা। নারকীয়তার সমস্ত নজির ছাপিয়ে গেল কানপুরের শিশু খুন। ৬ বছরের শিশুর গণধর্ষণ, খুনের পর বের করে নেওয়া হল যকৃৎ। শিউড়ে ওঠার মতো এই খুনের সঙ্গে তুক-তাকের ভ্রান্ত বিশ্বাসও জড়িয়ে আছে বলে পুলিস জানিয়েছে। স্ত্রীর সন্তানধারণের জন্য দরকার একটি শিশুর যকৃৎ। এমনই নারকীয় কুসংষ্কার থেকে অপহরণের ছক কষেছিল পরশুরাম কুরিল নামে এক ব্যক্তি।
তার কথা মতো, দিওয়ালির রাতে ঘাতমপুর এলাকা থেকে ওই শিশুটিকে অপহরণ করে অনকূল কুরিল ও বীরেন নামে দুজন। জঙ্গলে নিয়ে গিয়ে তারা শিশুটিকে গণধর্ষণ করে। প্রথমে অনকূল ও বীরেনকে গ্রেফতার করে পুলিস। পরে সোমবার মূলচক্রী পরশুরামকে গ্রেফতার করা হয়। সব জেনেও চুপ করে ছিলেন এই অভিযোগে আটক করা হয়েছে পরশুরামের স্ত্রীকেও।