প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১২
খুব কম সময়েই চীন থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এ কারণে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। অনেক বিশেষজ্ঞ বলছেন, পুরো বিশ্বেই এ ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এরইমধ্যে করোনা ভাইরাস থেকে বাঁচতে ভারতসহ প্রতিটি দেশই আগাম সতর্কতা অবলম্বন করেছে। কিন্তু তা সত্ত্বেও ভারতে ১১ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এমন পরিস্থিতিতে চীন ও ভারত ভ্রমণের ক্ষেত্রে সচেতনতার বিকল্প নেই। শুধুত চীন ও ভারত নয়; জাপান, থাইল্যান্ড, হংকং, কোরিয়া, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, তাইওয়ান ও যুক্তরাষ্ট্র ভ্রমণেও সতর্ক থাকা প্রয়োজন। সবচেয়ে ভালো হয়, করোনা ভাইরাসে আক্রান্ত এলাকা এড়িয়ে চললে।