প্রকাশ: ৯ মে ২০২৫, ১৬:৪৭
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে শুক্রবার এক দিনে ছয়টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এসব ড্রোনের মধ্যে রয়েছে ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি সামরিক ড্রোনও, যা ভেহারি, পাকপত্তন ও ওকারা অঞ্চলে আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়েছিল। সামা টিভি ও জিও নিউজের খবরে বলা হয়, গত দুই দিনে পাকিস্তান মোট ১২টি ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে ছয়টি ইসরায়েলি নির্মিত বলে সামরিক সূত্র নিশ্চিত করেছে।
পাকিস্তান সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, এই ধ্বংস হওয়া ড্রোনগুলোর বেশিরভাগই কৃষি জমিতে পড়ে যাওয়ায় কোনো বেসামরিক ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ সূত্রে জানানো হয়েছে, সময়মতো নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করায় আকাশে থাকতেই ড্রোনগুলো গুলি করে নামানো সম্ভব হয়েছে, ফলে অনেক প্রাণহানির আশঙ্কা এড়ানো গেছে।
পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। ডিজি আইএসপিআর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, রাডার সিস্টেমের মাধ্যমে সব ধরনের ড্রোন পর্যবেক্ষণ করা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এমনকি ছোট ড্রোনও ট্র্যাক করে ভূপাতিত করার ক্ষমতা এখন পাকিস্তানের রয়েছে বলে দাবি করেন তিনি।
জেনারেল আহমেদ আরও বলেন, বেসামরিক এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাণিজ্যিক বিমানের চলাচল বিঘ্নিত না করেই ড্রোন ভূপাতিত করার একটি কার্যকর প্রোটোকল অনুসরণ করা হয়, যা বিগত কয়েক মাসে সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। এতে করে দেশের আকাশসীমা আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়েছে।
এদিকে, কাশ্মীর ইস্যু ঘিরে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তানি পাইলটরা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। যদিও ভারত সরকার এখনো তা স্বীকার বা অস্বীকার করেনি, বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে বিবিসির এক প্রতিবেদনে ভারতের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।
সাম্প্রতিক এসব ঘটনা প্রমাণ করে, দক্ষিণ এশিয়ায় আকাশ সীমান্ত নিয়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিশেষ করে ভারত-পাকিস্তান সম্পর্ক এখন আবারও নজরদারির কেন্দ্রে চলে এসেছে। দুই দেশের মধ্যে বিশ্বাসহীনতা ও সামরিক প্রযুক্তির দ্বন্দ্ব নতুন করে উদ্বেগ তৈরি করছে।