অভিমানে তুরস্ক সফর বাতিল মোদির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২১শে অক্টোবর ২০১৯ ০১:১৪ অপরাহ্ন
অভিমানে তুরস্ক সফর বাতিল মোদির

ক্রমশই অস্থির হয়ে উঠছে ভারত-পাকিস্তান সম্পর্ক। এরই মাঝে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সুরে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আর তারই জের ধরে চলতি মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত তুরস্ক সফর বাতিল ঘোষণা করেছে নয়াদিল্লি। জানা গেছে, জাতিসংঘে ভাষণে ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করা নিয়ে প্রশ্ন তোলে তুরস্ক।

তুর্কি প্রেসিডেন্ট সেদিন বলেন, কাশ্মীর ইস্যুকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এবং সমৃদ্ধি থেকে কোনোভাবেই আলাদা করা যায় না। তাই আলাপ-আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা প্রয়োজন। সংঘর্ষের মাধ্যমে এ সমস্যার সমাধান নয়।
আগামী ২৭-২৮ অক্টোবর সৌদি সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী। সেখান থেকে তার আঙ্কারা সফরের সূচি নির্ধারিত ছিল।

ইনিউজ ৭১/এম.আর