নোয়াখালীতে যৌথবাহিনীর হাতে আটক সাবেক ছাত্রদল নেতা আব্দুর রহমানের মৃত্যুতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান (৩৩) গত সোমবার সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতের পরিবার জানিয়েছে, সোমবার ভোরে যৌথবাহিনী তাদের বাড়িতে অভিযান চালিয়ে আব্দুর রহমান ও তার আত্মীয় হাবিবুর রহমানকে আটক করে। তাদের পরিবারের সামনেই যৌথবাহিনী মারধর করে বলে অভিযোগ। পরে তাদের সোনাইমুড়ী থানায় নিয়ে যাওয়া হয়।
নিহতের চাচা হানিফ বলেন, পুলিশ আটককৃতদের সকাল থেকে বিকেল পর্যন্ত থানায় রেখে আদালতে সোপর্দ করতে দেরি করে এবং তাদের চিকিৎসার ব্যবস্থা নেয়নি। বিকেলে আদালত থেকে নির্দেশনার পর হাসপাতালে নেওয়া হলে আব্দুর রহমান মারা যান।
পুলিশ জানিয়েছে, আব্দুর রহমানের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে এবং আটককৃতদের কাছ থেকে গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম দাবি করেছেন, পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মারধরের অভিযোগ সত্য নয় এবং তাদের আগের শারীরিক অবস্থাই ভালো ছিল না।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে নিহতের পরিবার।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।