‘ভিসির বাংলোয় ঠাঁই চাই’ কর্মসূচি ঢা.বি. নারী শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: রবিবার ১২ই জানুয়ারী ২০২৫ ০৮:৫৪ অপরাহ্ন
‘ভিসির বাংলোয় ঠাঁই চাই’ কর্মসূচি ঢা.বি. নারী শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারী শিক্ষার্থীরা আবাসন সংকট নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আগামী মঙ্গলবার (১৪ জানুয়ারি) ‘ভিসির বাংলোয় ঠাঁই চাই’ শীর্ষক কর্মসূচি পালন করবেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের বাসভবনের সামনে অবস্থান নেবেন এবং নারী শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করার দাবিতে আন্দোলন করবেন।


রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নারীরা এই কর্মসূচির ঘোষণা দেন। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান ইমু লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, "দীর্ঘদিন ধরে আমরা শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে আন্দোলন করে আসছি। বারবার প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি এবং আমাদের দাবি তুলে ধরেছি, কিন্তু তবুও প্রশাসন আমাদের দাবি বাস্তবায়নে তেমন কোনো উদ্যোগ নেয়নি। গত বৃহস্পতিবার আমাদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় পরিষ্কার হয়ে গেছে, প্রশাসন আমাদের দাবি নিয়ে আন্তরিক নয়।"


ইসরাত আরও বলেন, "এখন আমাদের কাছে এই সিদ্ধান্তে আসতে হচ্ছে যে, প্রশাসন আলোচনার মাধ্যমে কোনো সমাধান চায় না। তাই আন্দোলন ছাড়া আমাদের হাতে আর কোনো পথ নেই।" তিনি আরও বলেন, "যতদিন আমাদের দাবি পূরণ না হবে, ততদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের বাসভবনে অবস্থান করে আমরা আমাদের দাবির প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব।"


এর আগে, ৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, ৬ জানুয়ারি তারা উপাচার্যের বাসভবনের সামনে প্রতীকী অনশন করবেন। এই অনশনে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের আবাসনবঞ্চিত নারী শিক্ষার্থীরা।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা তাদের আবাসন সংকট সমাধানে প্রশাসনের আন্তরিকতা কামনা করেছেন এবং দাবি জানিয়েছেন, দ্রুত পদক্ষেপ নেওয়া হোক। তাদের মতে, এ ধরনের আন্দোলনের মাধ্যমেই তাদের সমস্যা সমাধান সম্ভব হবে।