পদত্যাগ করি নাই, আমিই বাংলাদেশের প্রধানমন্ত্রী : শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: শুক্রবার ১৩ই সেপ্টেম্বর ২০২৪ ০৩:০৫ অপরাহ্ন
পদত্যাগ করি নাই,  আমিই বাংলাদেশের প্রধানমন্ত্রী : শেখ হাসিনা

শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বিতর্ক গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান ঘোষণা করলেও, সম্প্রতি ফাঁস হওয়া এক টেলিফোন কথোপকথনে শেখ হাসিনা নিজেই দাবি করেছেন, তিনি এখনও পদত্যাগ করেননি। বেলজিয়ামে অবস্থানরত এক সাবেক ছাত্রলীগ নেতার সঙ্গে আলাপচারিতায় শেখ হাসিনা বলেন, "আমি পদত্যাগ করিনি। সংবিধানের ধারা ৫৭ অনুযায়ী পদত্যাগের কোনো আনুষ্ঠানিকতা এখনো সম্পন্ন হয়নি।"


এই ফাঁস হওয়া কথোপকথনে শেখ হাসিনা আরো জানান, ৬ আগস্টের পরিবর্তে ৫ আগস্টের গণআন্দোলনের পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে, তিনি সুরক্ষা বাহিনীর ফায়ারিং এড়াতে গণভবন থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন। তবে তিনি স্পষ্ট করেন, বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কোনো পদত্যাগপত্র জমা দেননি এবং তাই তার পদত্যাগ প্রক্রিয়া পূর্ণতা পায়নি।


তিনি আরও অভিযোগ করেন, আন্দোলনের সময় অনেক হত্যাকাণ্ড ঘটে, কিন্তু সেগুলো পুলিশের গুলিতে হয়নি। কিছু "কিলিং এজেন্ট" আক্রমণ চালিয়েছে, যারা পুলিশের কাছ থেকে গুলি সংগ্রহ করেনি বরং অজ্ঞাত উৎস থেকে অস্ত্র ব্যবহার করেছে।


ফাঁস হওয়া এই কথোপকথনটি আগস্টের শেষ দিকে বা সেপ্টেম্বরের শুরুতে রেকর্ড করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।