প্রকাশ: ২০ মার্চ ২০২১, ১৭:২২
পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলকে আক্রমণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সেবা ৫০-৫৫ মিনিট পর্যন্ত বন্ধ ছিল। কিন্তু বাংলার উন্নয়ন ৫০-৫৫ বছর ধরে স্তব্ধ। কংগ্রেস, তৃণমূল এবং বামেদের রাজ্যের মানুষ সুযোগ দিয়েছে। বিজেপিকেও যদি একটা সুযোগ দেওয়া হয় তবে আমরাই বাংলায় আসলপরিবর্তন আনবো।
শনিবার পশ্চিমবঙ্গের খড়গপুরের সভায় মোদি আরও বলেন, রাজ্যজুড়ে মানুষের উৎসাহ দেখে মনে হচ্ছে এ বছর বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। এটা আমার কাছে খুবই সম্মানের ব্যাপার যে আপনারা এত বেশি সংখ্যায় এখানে উপস্থিত হয়ে বিজেপিকে আশীর্বাদ করছেন। আর এর থেকেই পরিস্কার যে "ইস বার বিজেপি সরকার" (এবার বিজেপি সরকার আসবে)।
রাজ্যের উন্নয়ন থমকে যাওয়া নিয়ে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এবং বামেদেরকে নিশানা করেন মোদি বলেন, আপনারা সকলেই জানেন, গতকাল শুক্রবার রাতে হোয়াটস্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুক সেবা ৫০ থেকে ৫৫ মিনিট বন্ধ হয়ে গিয়েছিল। এতে প্রতিটি মানুষই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। কিন্তু বাংলায় উন্নয়ন এবং স্বপ্ন গত ৫০ থেকে ৫৫ বছর ধরে নিম্নমুখী।
সভায় উপস্থিত মানুষদের উদ্দেশ্যে মোদির অভিমত, কংগ্রেস এবং বামেদের ধ্বংসলীলা আপনারা দেখেছেন। আর তৃণমূল আপনাদের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে। গত ৭০ বছরে আপনারা প্রতিটি দলকে সুযোগ দিয়েছেন। এবার আমাদের ৫ বছর সময় দিন। আমরা বাংলাকে গত ৭০ বছরের ধ্বংসলীলা থেকে বাংলাকে বাঁচাবো। আমরা আপনাদের জন্য জীবন বলিদান করব।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, যুবকদের নিয়ে দিদির কোন চিন্তা নেই। ওরা বলে খেলা হবে। কিন্তু আসল সত্যটা হল খেলা শেষ, এবার উন্নয়ন শুরু হবে। দিদি, বাংলার মানুষ আপনাকে ১০ বছর সময় দিয়েছিল কাজ করার জন্য। কিন্তু আপনি বাংলার মানুষের সাথে প্রতারণা করেছেন। রাজ্য তোলাবাজি, সহিংসতায় ভরে গেছে।