প্রকাশ: ১৮ নভেম্বর ২০২০, ৪:৪১
কক্সবাজারের উখিয়ার জামতলী শরনার্থী ক্যাম্প থেকে মোঃ বাহাদুর (২৮) নামের মাদক কারবারিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্যরা। এ সময় তাঁর হাতের পলিব্যাগ থেকে ১৪ শত পিস ইয়াবা উদ্ধার করেছে। সে পালংখালী বাগঘোনা বাজার এলাকার মোঃ জলিলের ছেলে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) এর কমান্ডিং অফিসার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম বুধবার (১৮ নভেম্বর) সকালে খবরটি জানিয়েছেন।তিনি জানান, গতরাত দেড়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।