প্রকাশ: ৪ নভেম্বর ২০২০, ৪:২৫
বিকাল থেকেই শুরু হয় তাদের আনাগোনা এবং ব্যস্ততা, কারণ সন্ধ্যার পরেই ছিনতাইয়ের মোক্ষম সময়। সন্ধ্যার পরেই রাজধানীর বিভিন্ন জায়গায়, অন্ধকার গলিতে তারা ওত পেতে বসে থাকে। সাধারণ পথচারী, বাসযাত্রী, কিংবা অফিস ফেরত কর্মজীবী মানুষই তাদের প্রধান টার্গেট। ছিনতাইকারীরা রাতের অন্ধকারে অস্ত্রের ভয় দেখিয়ে কিংবা গোপনে ধরে নিয়ে মারপিট করে সাধারণ লোকজন, পথচারী, অফিস ফেরত কর্মজীবী মানুষের কাছ থেকে মানিব্যাগ, টাকা-পয়সা, ঘড়ি মোবাইল,
অলংকারসহ অন্যান্য দামি জিনিসপত্র ছিনতাই করে নিয়ে মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়। এরূপ অবস্থার প্রেক্ষিতে অদ্য 4 নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন জায়গায় (বুদ্ধিজীবী কবরস্থান এর সামনের এলাকায়, বেরিবাধ মোড় এলাকায়, ঢাকা উদ্যান এলাকায়, চাঁদ উদ্যান এলাকায়, শ্যামলী রিং রোড এলাকায়) র্যব-২ সান্ধ্যকালীন সময় থেকে বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের ৮ জন সক্রিয় সদস্যকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে 6 টি মোবাইল সেট, ৩ টি ড্যাগার, ২ টি সুইচ নাইফ, ২ টি ফোল্ডেড ছুরি ও ১ টি চাকু জব্দ করা হয়। পূর্বেও তাদের নামে ডাকাতি ও ছিনতাই এর মামলা রয়েছে বলে জানা যায়।