মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গ্রামীন রাস্তা রক্ষনাবেক্ষন মাসে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা জিসি রোড হয়ে গুমতি সড়কের রাস্তার দুপাশে রাস্তা পরিস্কার সহ সড়ক জরুরী মেরামত কাজ করা হয়।রোববার ১লা নভেম্বর বিকেল ৫টার দিকে মাটিরাঙ্গা গুমতি সড়কে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গ্রামীণ সড়ক রক্ষনা বেক্ষন প্রকল্পের কাজ উদ্বোধন করেন স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো:রফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্টানে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ খান ,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,খাগড়াছড়ি স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো:হাসান আলী, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
অনুষ্টানে অন্যান্যের মাঝে উপস্হিত ছিলেন,মাটিরাঙ্গা উপজেলা স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মোঃ মনির হোসেন। মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশল বিভাগের উপ-সহকারি প্রকৌশলী মো:সাখায়াত হোসেন, গুমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন লিটন, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:আব্দুল গনি প্রমুখ।
প্রধান অতিথি স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো:রফিকুল ইসলাম বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকারের নির্দেশনায় সারাদেশের ন্যায় পার্বত্য অঞ্চলের মাটিরাঙ্গা। উপজেলায় অক্টোবর ২০২০ কে মেরামতের মাস জরুরী ভিত্তিতে মেরামতের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ কার্যক্রম হাতে নিয়েছেন। তিনি আরো বলেন, রাস্তা মেরামতের কাজে নিয়োজিত এল সি এস কর্মীদের আন্তরিকতার সহিত কাজ করার আহবান জানান।