প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ৬:৪৪
বসতবাড়ীর জমি জমাকে কেন্দ্র করে এক বৃদ্ধাকে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীদল। এমন অভিযোগ করেন আহত বৃদ্ধা ও তার পরিবার। জানা যায়, বৃহস্পতিবার (২৯অক্টোবর) সকালে জাহানপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সন্ত্রাসীদল জমিজমার পূর্ব বিরোধকে কেন্দ্র করে ওই বৃদ্ধার বসত বাড়িতে প্রবেশ করে হামলা ও লুটপাট চালায়। আহত রিজিয়া বেগম (৭০) জানান, একই এলাকার ছাদেক মাঝি’র নেতৃত্বে মালেক,খালেক,গিয়াস উদ্দিন,সামসুদ্দিন ও সাহিনুর বেগমসহ আরও ১০/১২ জন মিলে বৃদ্ধা রিজিয়া বেগমকে বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করে। পরে ওই বৃদ্ধাসহ তার স্বজনরা এসে বাধা দিলে তাকে দা,সেনি ও লাঠিসোটা দিয়ে এলোপাথারী মারধর করে রক্তাক্ত নিল ফোলা জখম করে। এসময় সন্ত্রাসীদের ঘুসিতে রিজিয়া বেগমের নিচের মাড়ির দাত পড়ে গুরুতর জখম ও রক্তাক্ত হয়।
এরপরেও তারা বারবার আমাদের অসহায় ও দুর্বল পেয়ে এ ঘটনা ঘটাচ্ছে। আমরা চরফ্যাশন উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহায়তা চাই। আমার মা ওই বাড়িতে বর্তমানে একা থাকে। তারা আমার মা সহ আমাদের যে কোনো মুহুর্তে গুরুতর ক্ষতি বা হত্যা করতে পারে বলে শঙ্কা প্রকাশ করছি। এ ঘটনার বিষয়ে জানতে ছাদেক মাঝিকে পাওয়া না গেলে একাধিকবার ফোন দিয়েও তাদের কাউকে পাওয়া যায়নি। শশীভূষণ থানায় ভূক্তভোগী বৃদ্ধা রিজিয়া বেগম বাদি হয়ে মামলার এজহার জমা দিয়েছেন বলে থানা সূত্রে জানা গেছে। অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, বৃদ্ধা রিজিয়া বেগম থানায় একটি এজহার কপি জমা দিয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।