প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ৫:২১
দেবর,ননদ,শ্বাশুরী ও ননদের ছেলে কর্তৃক গৃহবধুকে স্বশুর বাড়িতে নির্যাতনের অভিযোগ উঠেছে।চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রামের বাসিন্দা তাজুল ইসলামের মেয়ে জান্নাতের বিয়ে হয় ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ১নং ওয়ার্ডের আবুল কাশেম মাঝির ছেলে ফিরোজের সাথে। স্বামী নদীতে থাকায় অন্তঃসত্ত্বা স্ত্রী জান্নাত বাজার থেকে ননদের স্বামী রইজলের রিকশায় করে বাড়িতে আসায় ননদ জাহানারা ভাইয়ের স্ত্রী জান্নাতকে সন্দেহ পূর্বক বিভিন্নভাবে জেরা করে।
এক পর্যায়ে বাদ বিবাদে জড়িয়ে পড়ে মারধর করে। এঘটনা ঘটে গত ৪ অক্টোবর রবিবার রাতে স্বামী ফিরোজ মাঝির বাড়িতে। পরদিন সোমবার সকালেও ননদ জাহানারা ভাইয়ের স্ত্রী জান্নাতের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। এসময় জান্নাতের দেবর শাকিল, শ্বাশুড়ি কুলসুম বেগম,ননদ জাহানারা ও তার ছেলে সোহাগ এলোপাথারি মারধর করে আহত করে বলে অভিযোগ করেন চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন জান্নাত বেগম।