প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৯
বরিশালের বানারীপাড়ায় কৃষকদল নেতা আব্দুল লতিফ (৫৫) হত্যাকাণ্ডের মামলার অন্যতম আসামী তুহিনকে গ্রেফতার করেছে র্যাব-৮ ও বানারীপাড়া থানা পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে ভোলা শহরে যৌথ অভিযানে তাকে আটক করা হয়। এর আগে নিহত লতিফের স্ত্রী পারভীনা বেগম বাদী হয়ে নয়জনকে আসামী এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।