প্রকাশ: ৮ অক্টোবর ২০২০, ২:৫২
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র সহ দুই রোহিঙ্গা কে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরী অস্ত্র ও একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে।
আটকরা হলো উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের জালাল আহমদের ছেলে মোস্তফা কামাল ও মো: ইদ্রিসের ছেলে মো: তোহা।আটককৃতদের দুপুরে কক্সবাজার জেলা হাজতে প্রেরণ করা হয়।অভিযানে নেতৃত্বদানকারী উখিয়া থানার উপ-পরিদর্শক নুরুল আলম বলেন আটককৃতদের জেল হাজাতে প্রেরণ করা হয়।