প্রকাশ: ৮ অক্টোবর ২০২০, ২:৩৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ডিজিটাল ডায়েরির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ডিজিটাল ডায়েরির উদ্বোধন অনুষ্ঠানটি উপাচার্যের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ডিজিটাল ডায়েরির উদ্বোধন করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ডায়েরি ও ক্যালেন্ডার সম্পাদনা পর্ষদের আহবায়ক ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল ডায়েরিটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (jnu.ac.bd) তে পাওয়া যাচ্ছে।