প্রকাশ: ৮ অক্টোবর ২০২০, ২১:৩
সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে নারী ধর্ষণ ও হত্যাকান্ডের প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাধারন শিক্ষার্থী ও মানবতার সেবায় ভূঞাপুর ফাউন্ডেশন। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ভূঞাপুর ইব্রাহীম খাঁ সরকারি কলেজ মঞ্চে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের উদ্ভোধন করেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১ ঘটিকায় “বোন তোমার ভয় নাই, ভাই তোমার মরে নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইব্রাহীম খাঁ সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূঞাপুর-তারাকান্দি মহাসড়কে মানববন্ধন করেন সাধারন শিক্ষার্থী ও মানবতার সেবায় ভূঞাপুর ফাউন্ডেশন। এসময় ঢাকা সিটি কলেজের ছাত্রী মাহাজাবিন তাসনিন মুনিয়া’সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
নারী নির্যাতন রোধে বিভিন্ন আইন ও তাতে শাস্তির বিধান থাকলেও সামাজিক অবক্ষয়ের কারণে নারীর ওপর সহিংসতা দিনদিন বাড়েই চলছে।মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, সারাদেশে যে ধর্ষণ শুরু হয়েছে তা থেকে আমরা মুক্তি চাই, আমাদের মা বোন যেন রাস্তা-ঘাটে স্বাধীনভাবে চলাচল করতে পারে সেই দাবি নিয়ে আমরা রাস্তায় নেমে এসেছি। অবিলম্বে ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সাথে ধর্ষণ ও নারী নির্যাতন রুখতে দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান তারা।