প্রকাশ: ৭ অক্টোবর ২০২০, ৫:৪
নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনাসহ সকল ধর্ষণ-নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেপ্তার, বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে বরগুনা জেলা ছাত্রলীগ। বরগুনা জেলা ছাত্রলীগের উদ্যোগে বুধবার সন্ধ্যা ৭টার দিকে বরগুনা প্রেসক্লাব চত্বরে মোমবাতি জ্বালিয়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।এতে প্রায় পাঁচ শতাধিক ছাত্রলীগের নেতাও কর্মী অংশগ্রহণ করেন। সেইসাথে এর সমর্থন জানিয়ে সাধারণ জনগণও অংশ নেন।
এই সংগঠন কোন ধর্ষণের দায় নেবে না। ধর্ষক কখনো কোন ধর্মের, জাতি কিংবা দলের হতে পারে না। তিনি সকলকে ধর্ষণের বিরুদ্ধে কঠোরভাবে সোচ্চার হতে আহ্বান জানান।যারা ছাত্রলীগের নামে বিভিন্ন ধরণের অহেতুক দুর্নাম রটাচ্ছে খোঁজ নিয়ে মূল হোতাদের পরিচয় জানারও অনুরোধ করেন তিনি।ছাত্রলীগের প্রতিটি কর্মীকে স্বচ্ছ ও সুন্দরভাবে সংগঠনের ভাবমূর্তি রক্ষায় কঠোর সজাগ দৃষ্টি রাখার নির্দেশনা দেন।