প্রকাশ: ৭ অক্টোবর ২০২০, ১:৫৫
গাজীপুরের কালিয়াকৈরে ৪০৫ পিস বিদেশী বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।জানা যায়, বুধবার দুপুরে পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুত্রাপুর পাওয়ার প্লান্টের সামনে অভিযান চালিয়ে রাম প্রসাদ সাহা (২৮) ও মানিক কর্মকার (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে কালিয়াকৈর থানা পুলিশ। এসময় সময় তাদের কাছ থেকে প্লাস্টিকের বস্তা ভর্তি ৪০৫ পিস বিদেশী বিয়ার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রাম প্রসাদ সাহা উপজেলার চাপাইর গ্রামের সমির সাহার পুত্র ও মানিক কর্মকার টাঙ্গাইল জেলার ,মির্জাপুর থানাধীন কুড়িপাড়া গ্রামের রতন কর্মকারের ছেলে। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত বলে এলাকাবাসী জানান। এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। কালিয়াকৈর থানার ওসি মো: মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদেধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।