প্রকাশ: ৭ অক্টোবর ২০২০, ০:৮
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রীজের নিচে খাল থেকে মানসিক ভারসাম্যহীন ভাসমান এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোসাঃ মাসুদা অাক্তার (২১) উপজেলার মাধবপাশা ইউনিয়নের পশ্চিম পাংশা গ্রামের আব্দুল মালেক সরদারের মেয়ে বলে নিশ্চিত করেছে প্রত্যক্ষদর্শীরা। বুধবার সকাল ৯ টার দিকে ব্রীজের নিচে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা বিমানবন্দর থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরন করেন।
নিহত তরুণীর পিতা দিনমজুর মালেক সরদারের দাবী, তার মেয়ে গত দুই তিন বছর যাবত মানসিক ভারসাম্যহীন হয়ে পরে। গত এক সপ্তাহ থেকে মাসুদা নিখোঁজ ছিলেন। বিমানবন্দর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) জাহিদ বিন আলম জানান, বুধবার সকাল ৯ টার দিকে রহমতপুর সংলগ্ন নদীতে এক তরুনীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। নিহতের মুখমন্ডলে হালকা অাঘাতের চিহ্ন রয়েছে।
ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিমানবন্দর থানার এসি মোসাম্মৎ নাসরিন জাহান, ওসি জাহিদ বিন আলম, ওসি তদন্ত ফয়সাল আহম্মেদ প্রমুখ।এ বিষয় বিমানবন্দর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে যার নাম্বার ১০ বলে জানান এসঅাই সাইদ।