প্রকাশ: ৭ অক্টোবর ২০২০, ২২:৪৭
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় হিজড়াদের জীবন মান উন্নয়নের জন্য হিজড়া জনগোষ্ঠীর মাঝে ভাতা বই বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১২ ঘটিকার সময় উপজেলা হল রুমে উল্লাপাড়ার জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে ১৫ জন ভাতা ভোগীদের মাঝে এই ভাতা বই বিতরণ করা হয়।
এসময় অনন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ , উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি উল্লাপাড়া উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুল মোতালিব,উপজেলা ভাইচ চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইচ চেয়ারম্যান রীবল ইসলাম কাবিতা, প্রমুখ।এ সময় ১৫ জন ভাতা ভোগীদের মাঝে মাসিক ৫০০ টাকা হারে মোট ৯০ হাজার টাকার বই বিতরণ করা হয়েছে।