সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনা বেড়ে চলছে। ধর্ষকদের বিচারের দাবীতে বরিশালে বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হআয়েছে। বুধবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একটি সাইকেল র্যালি বের করে। স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটির আয়োজনে এ র্যালী বের করা হয়। র্যালিটি নগরীর সদররোড, হাসপাতাল রোড, সিঅ্যান্ডবি রোড হয়ে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়। এসময় তারা পিঠে প্রতিবাদী বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করেন।
র্যালি শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের পাদদেশে সাধারণ নারী ও পুরুষের অংশগ্রহণে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানিয়েছেন, কোনো আহ্বান নয়, যারা মনে করেছেন যে, ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রয়োজন, প্রতিবাদ করা উচিত, তারাই এখানে অংশগ্রহণ করেছেন। আমরা চাই ধর্ষণ বন্ধ হোক, নারী ও শিশুরা নিরাপদে থাকুক।