প্রকাশ: ৭ অক্টোবর ২০২০, ১৯:২৪
বরিশালের হিজলা উপজেলার কাউরিয়া বাজারের পশ্চিম পাশে দ্রুত গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় ইমন(৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে কাউরিয়া গ্রামের ভ্যান চালক জব্বারের ছেলে। শিশুটির মা (নাজমা) কাউরিয়ার বেসরকারি ক্লিনিক মেডিকেয়ার হেলথ সার্ভিসেসের কুকারের কাজ করে এবং আনিস সিকদারের ভাড়া বাসায় থাকে। প্রত্যক্ষদর্শী ইউনুস সিকদার জানায়, মঙ্গলবার ৬ অক্টোবর বিকেল সোয়া ৪ টার দিকে ইমন এবং ওর ভাই জাফর, বেয়ারিং এর চাকা দিয়ে তৈরি গাড়ি নিয়ে রাস্তায় খেলা করতে ছিলো।
এমন সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে ইমনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তবে মোটরসাইকেলে দুজন লোক ছিলো বলে জানা গিয়েছে। তাৎক্ষণিক ইমনকে মেডিকেয়ার ক্লিনিকে আনা হলে সেখান থেকে বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়। সেখান চিকিৎসাধীন অবস্থায় মধ্য রাতে ইমনের মৃত্যু হয়েছে। ঘটনার ব্যাপারে হিজলা থানার অফিসার ইনচার্জ(ওসি) অসীম কুমার সিকদার জানান, ঘটনার দিনে থানায় কেউ বিষয়টি জানায়নি। আজ দুপুরে তাকে ঘটনার ব্যাপারে অবগত করা হয়েছে।