বরিশালে মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রি বন্ধে অভিযান চালিয়ে ৭ ফার্মেসী মালিককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ সময় প্রায় অর্ধলাখ টাকা জরিমানা আদায় করা হয়। জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন মঙ্গলবার দুপুর ১২টার দিকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের সামনের ফার্মেসিগুলোতে এ অভিযান চালান। অভিযানে সহযোগিতা করেন র্যাব-৮ এর সদস্যরা।
অভিযানে মেয়াদোর্ত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে ৭টি ফার্মেসীকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।তবে ব্যবসায়ীরা দাবী করেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ কোম্পানীকে ফেরত দেয়ার জন্য আলাদা করে রাখা হয়েছিল আর ফিজিশিয়ান স্যাম্পল কোম্পানির লোকই রেখে গেছে যা পরে এসে নিয়ে যাওয়ার কথা রয়েছে।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, তাদের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে ওষুধ প্রশাসন বরিশালের ড্রাগ সুপারিন্টেন্ডেন্ট অদিতি স্বর্ণা উপস্থিত ছিলেন।