নারীর প্রতি সহিংসতা, গণধর্ষণসহ সকল প্রকার সামাজিক অনাচারের বিরুদ্ধে বরিশালে গণঅবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। অব্যাহতভাবে ধর্ষণ, গণধর্ষন, নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহন করেন সামাজিক প্রতিরোধ কমিটি, নারী নির্যাতন প্রতিরোধ জোট ও ব্লাস্ট বরিশাল ইউনিটের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে শিশু শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, আইন যেখানে সীমাবদ্ধ, ধর্ষণ সেখানে চলমান আর তাই মুক্তিটাও সেখানে অসম্ভব। পরাধীন বাংলায় বিরাঙ্গনা হয়েছি, তাই বলে ধর্ষিতা কেন? এমন প্রশ্ন রেখে তারা আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার এই বাংলায় ধর্ষকদের ঠাঁই হবে না, ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে। আর যেহেতু ধর্ষককে ফাঁসি দিচ্ছেন না, তাহলে ধর্ষিতাকেই ফাঁসি দিন এদেশে জন্মাবার দোষে।
বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের মা বোনেরা ধর্ষণের শিকার হয়েছিল তখন আমরা পরাধীন ছিলাম। কিন্তু স্বাধীন বাংলাদেশে ধর্ষণ করে পার পেয়ে যাওয়া এটা বিচারহীনতার কথা মনে করিয়ে দেয়। আমরা চাচ্ছি, ধর্ষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হোক। কর্মসূচিতে বরিশালের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
এছাড়া নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে বর্বরোচিত নারী নির্যাতন এবং সাম্প্রতিক বিভিন্ন গণধর্ষণ, ধর্ষণ ও নারী নির্যাতন-নিপীড়ণের প্রতিবাদে সম্মিলিত বিক্ষোভ কর্মসূচি পালন করেন ছাত্র-জনতা। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সামনে মঙ্গলবার বেলা ১১ টায় এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ বরিশাল শাখা।