প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৭
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২২ জনের প্রাণ গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৮১ জন।আজ শুক্রবার বিকেলে অতিরিক্ত মহাপরিচালক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫৪১ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৮০৫ জনে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২৭৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ লাখ ৯৬ হাজার ৫০৯ জনের।