প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০, ২২:৫৫
নরসিংদীর পলাশে সামাজিক বনায়নের ৮৩ জন উপকারভোগীদের মাঝে চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সামাজিক বন বিভাগের উদ্যোগে উপজেলার সম্মেলন কক্ষে সামাজিক বন বিভাগ ঢাকার আওতায়ধীন পলাশ উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৮৩ জন সামাজিক বনায়ন উপকারভোগীদের মাঝে লভ্যংশের মোট ৮ লাখ ৫৫ হাজার ৪৪৯ টাকার চেক প্রদান করা হয়।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এসময় উপজেলা সামাজিক বন বিভাগের কর্মকর্তা আমিরুল ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আরিফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।